নাটোরে ফিলিস্তিন পতাকা উত্তোলন

নাটোর প্রতিনিধি: স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে নাটোরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা এগারোটার দিকে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ চত্বরে পতাকা উত্তোলন করা হয়।
পরে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পদযাত্রা শুরুকরে নেতা কর্মিরা। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল রহমান খান হীরা,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সদস্য গোলাম দস্তগীরসহ নেতা কর্মিরা।
সমাবেশে ছাত্রনেতারা ফিলিস্তিনে ইজরাইলের বর্বর হামলার নিন্দা জানান। তারা ফিলিস্তিনের জনগণের ওপর ইজরাইলের বর্বর হামলা,হত্যা, নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.