নাটোরের সিংড়ায় সাংবাদিক মুজাক্কির হত্যা : মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি: কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদকর্মী বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ বুধবার (২৪ ফেব্রয়ারী) এ কর্মসূচি পালিত হয়।
আজ বুধবার (২৪ ফেব্রয়ারী) বেলা ১১ টার দিকে সিংড়া মডেল প্রেসক্লাব ও বার্তা বাজার পরিবারের আয়োজনে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি শারফুল ইসলাম খোকন, বার্তা বাজারের সিংড়া প্রতিনিধি রবিন খান, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি খলিল মাহমুদ সহ আরো অনেকে।
সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় শতাধিক সাংবাদিকরা অংশ নেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সংবাদ কনিকার উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন, জি বাংলা টিভির প্রতিনিধি ফজলে রাব্বি, দৈনিক সমচার প্রতিনিধি শুভ চন্দ্র, দৈনিক প্রভাতী খবরের প্রতিনিধি লিটন আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক নিপীড়ন ও হত্যা মেন নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশ সংবাদকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
গত শুক্রবার (১৯ ফেব্রয়ারী) কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় মারমুখী এই পরিস্থিতিতে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, তাদেরই একজন অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও এক পক্ষের গুলিতে রক্তাক্ত হন মাত্র ২৫ বছর বয়সী এই সাংবাদিক। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.