পরিমাপে কম দেয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

বিএসটিআই প্রতিবেদক: গত ২৩-০২-২০২১খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলায় শাহজাদপুর উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে পরিমাপে প্রতি ১০লিটারে ৮০০মিঃলিঃ কম থাকায় মেসার্স ট্যাংকলরী সমবায় ফিলিং স্টেশন কে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮’ এর আওতায় ১,০০,০০০/- জরিমানা করা হয় এবং ত্রæটিযুক্ত ডিসপেন্সিং ইউনিটসমূহ তাৎক্ষণিক বন্ধ করা হয়।
মেসার্স নোভা এন্টারপ্রাইজ কে পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- জরিমানা করা হয়। এছাড়াও একটি ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই’র গুণগতমান সনদ না থাকায় ‘বিএসটিআই আইন,২০১৮’ মোতাবেক ২৫,০০০/- জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দীন এবং সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর জনাব সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার এবং জনাব উৎপল কুমার, পরিদর্শক (মেট)।
জনস্বার্থে বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক স্বাক্ষরিত/-(ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা), পরিচালক, বিএসটিআই, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.