নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্য সার ও পাওয়ার টিলার বিতরন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০১৯-২০ মৌসূমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বীজ ও সার বিনামূল্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিতরন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ। পরে তিনি জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় সিআইজি দলের ১০ জন কৃষককে পাওয়ার টিলার প্রদান, ৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান এবং ৫ মে চক্ষু ক্যাম্প সফল করার লক্ষে মতবিনিময় সভা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.