বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার আর্থিক সহায়তায় “স্বাস্থ্য সেবা বৃদ্ধি ও মান উন্নয়নে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরমাল ডেলিভারির জন্য জিধুরী কমিউনিটি ক্লিনিকে ১২ লক্ষ ৩০ হাজার টাকার মেডিকেল যন্ত্রপাতি বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মেডিকেল অফিসারদের হাতে এই যন্ত্রপাতি তুলে দেন জাইকার প্রতিনিধিগণ। যন্ত্রপাতির মধ্যে এনেস্থিসিয়া মেশিন, সার্জিকেল ডায়াথার্মি, পেসেন্ট মনিটর, নেবু লাইজার, ওয়েট মেশিন, ডেলিভেরী বেডসহ অন্যান্য যন্ত্রপাতি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজিত সরকার, বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, ইউজিপি প্রকল্পের উপজেলা উন্নয়ন সহায়ক শরীফুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেলসহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.