আদমদীঘিতে অস্ত্র উদ্ধারে সফলতা অর্জনে তহিদুল পুনরায় জেলার শ্রেষ্ট এসআই মনোনীত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আদমদীঘির সান্তাহার থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের বাসা থেকে পিস্তল উদ্ধারে সফলতা অর্জন করায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম বগুড়া জেলার আবারও শ্রেষ্ট এসআই মনোনীত।

গতকাল বৃহস্পতিবার বগুড়ায় পুলিশের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ট এস আই হিসাবে মনোনীত করে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম-বার।

২০১৮ সালেও এস আই তহিদুল ইসলামকে একটি ক্রোলেছ হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে শ্রেষ্টত্ব এস আই হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার ওসি, এসআইসহ অনেকেই ছিলেন। ।

উল্লেখ্য: উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনছার আলী সান্তাহারস্থ বাসায় হামলা মারপিট ও ভাংচুর সংক্রান্ত মামলায় তদন্তকালে গত ১৯ মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সজলের বাসা থেকে মাগজিনসহ পিস্তল উদ্ধার ও দুইজনকে আটক করে আলোড়ন সৃষ্ঠি করেন।

এই মামলায় কৃতিত্ব অর্জন করায় তহিদুল ইসলামকে জেলার এসআই শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.