নাটোরের লালপুরে পদ্মায় ধরা পড়া ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছ। আইড়। আজ শুক্রবার ভোরে লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে গেলে লিটন নামের একজন জেলের জালে মাছটি ধরা পড়ে।
পরে পার্শ্ববর্তী বাঘা বাজার মাছ আড়তে নিয়ে যায়।সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী বাঘাইড়টি ক্রয় করে দুপুরের ওই মাছটি বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসে।
দুপুরের দিকে ভ্যান করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদর্শন করে রাখে। এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় করে। এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির প্রতিকেজি এক হাজার হিসেবে ২৯ হাজার টাকা বিক্রি দাম হাকলেও ২১ হাজার টাকা দাম বলেছে স্থানীয় ক্রেতারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রির প্রক্রিয়া চলছিল।
ফজলুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তিনি বগুড়া বাজারে মাছ বিক্রি করেন। কিন্তু যানবাহন না চলায় তিনি নাটোর বাজারে নিয়ে এসেছেন।কিন্তু কত টাকায় তিনি মাছটি কিনেছেন তা বলতে চাননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.