নাটোরে পর্ণগ্রাফি সংরক্ষণ ও সরবরাহের দায়ে গ্রেফতার-৫

নাটোর প্রতিনিধি: জেলায় পর্ণগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে সরবরাহের দায়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শুক্রবার সকালে অভিযুক্তদের নাটোর থানায় হস্তান্তর করে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত পাঁচজন হচ্ছে- নাটোর সদর উপজেলার একডালা বাবুর পুকুরপাড় এলাকার নাইমা টেলিকমের মো. সুজন হোসেন (৩১), আনোয়ার টেলিকমের আনোয়ার হোসেন (৩৩), লিটন টেলিকমের লিটন হোসেন (২৭), নীরব ইলেকট্রনিক্সের আরিফুল ইসলাম (২৩) এবং একই উপজেলার সুলতানপুর এলাকার সুমন আলী বাবু (২৮)।
র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নাটোর সদর উপজেলার একডালা এলাকাতে কয়েকটি টেলিকম ব্যবসায় প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পর্ণগ্রাফি সংরক্ষণ করে এলাকার যুব সমাজের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহম্পতিবার রাত ৯টা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কম্পিউটারের পাঁচটি সিপিইউ এবং ১১টি হার্ডডিস্কসহ অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
নাটোর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত ব্যক্তিদের নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৩)/ ৮(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.