নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক বিক্ষোভ


নাটোর প্রতিনিধি: বন্ধ মিলের শ্রমিক ও কর্মচারীদের নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে পদায়ন করার প্রতিবাদে বিক্ষোভ করেছে মিলের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে বিক্ষোভ করে তারা। এসময় মিল এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়।
শ্রমিকরা জানান, লোকসানের কারনে বন্ধ হওয়া দেশের বিভিন› সুগার মিলের স্থায়ী পদের শ্রমিক কর্মচারীদের গত ৫সেপ্টেম্বর বদলি আদেশ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। এরই অংশ হিসেবে নর্থবেঙ্গল সুগার মিলে ৬১জন এবং নাটোর সুগার মিলে ৪৫জন।
বন্ধ মিলের শ্রমিক ও কর্মচারীদের চালু থাকা মিলে পদায়নের প্রতিবাদে দুপুরে নর্থবেঙ্গল সুগার মিল চত্বরে বিক্ষোভ করে শ্রমিক কর্মচারীরা।এসময় অন্য মিল থেকে অধিভুক্ত না করে বর্তমান শ্রমিকদের বহাল রাখার দাবী জানান শ্রমিকরা।
এসময় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলাম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.