নভেম্বরের শুরুতেই সংসদ নির্বাচনের তফসিল: ইসি সচিব

 

ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে  বৈঠকটি শুরু হয়।  বৈঠকে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন সচিব সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.