নবীগঞ্জ-ভাটি শেরপুর রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি ॥ জনদুর্ভোগ


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার,নবীগঞ্জ উপজেলায় অবস্থিত নবীগঞ্জ-ভাটি শেরপুর সড়কের অধিকাংশ স্থানে বড় বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা।

সরদারপুর, লক্ষীপুড়, দুর্গাপুর, কামালপুর, রাধা নগর ও শেরপুর ছয়টি গ্রামের  প্রায় ১০ হাজার লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করেন। মোটরবাইক, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী অটোরিক্সা (সিএনজি), টমটম, পিকআপ সহ বিভিন্ন প্রকারের ছোট বড় যানবাহনের চলাচল এই রাস্তা দিয়ে।

জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যাত্রীরা । যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে। চরম ঝুঁকির মধ্যে পড়েছে রাস্তার ধারে বসবাসকারী লোকজন।

গত কয়েক মাস ধরে রাস্তা চলাচল করতে গিয়ে মাল বোঝায় ট্রাকসহ ছোট ছোট যানবাহন দুর্ঘটনায় পড়ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

রাস্তাটিতে অধিক ওজনের যানবাহন চলাচল করায় প্রতিনিয়তই রাস্তা ধেবে যায়। রাস্তাটি ধেবে গিয়ে পিচ উঠে এখন মাটির রাস্তায় পরিণত হচ্ছে। তাই রাস্তার সংস্কার কাজ করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.