নবীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ৬ জন করোনায় আক্রান্ত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। উপজেলাটিতে সব মিলিয়ে ৬ জন এখন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে। জানা গেছে করোনা ভাইরাস সন্দেহে ১৭০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তবে ৩৪ জনের রিপোর্ট আসলে ৫ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়।

এছাড়া ও রাতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী আক্রান্ত হওয়ার খবর আসলে আতঙ্ক আর চরম উৎকন্ঠা বিরাজ করে মানুষের মাঝে। আক্রান্তদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জ ফেরত। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ড. মুখলেছুর রহমান উজ্জল।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নবীগঞ্জে উপজেলায় করোনা ভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত ব্যাক্তিদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহরে প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.