নবীগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো অটোচালক-যাত্রীর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাসচাপায় সিএনজি অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।
পুলিশ জানায়, অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম (৩৫)। রোকনপুর বাজারে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো (ব ১৫-৭৫৫১) যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আটোচালক শাহ আরশ আলী (৩০) ও যাত্রী নুরেয়া বেগম (৩৫) মারা যান। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল ভৌমিক মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.