নদীয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায়, পাস করানোর দাবীতে পথ অবরোধ ছাত্রীদের (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায়, পাস করানোর দাবীতে বিক্ষোভ ও পথ অবরোধ ছাত্রী দের। ঘটনা টি ঘটেছে নদীয়ার হাসখালীতে।
হাসখালী দক্ষিণপাড়া রাধা সুন্দরী পাল চৌধুরী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর বেশকিছু ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে। আজ তারা দীর্ঘ সময় বগুলা কৃষ্ণনগর 9 নম্বর রোড দীর্ঘসময় অবরোধ করে রাখে। ফলে জানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন হাসখালি থানা এবং বিডিও সাহেব উপস্থিত হন। দীর্ঘক্ষন অবরোধ চলে, এবং ছাত্র ছাত্রীদের সাথে বিডিও সাহেবর আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর অবরোধ উঠে যায়।
কিন্তু ছাত্র ছাত্রীদের একটাই দাবী তাদের প্রত্যেককেই এই বছরে পরীক্ষায় পাশ করাতে হবে না হলে আগামী দিনে আরও বড় ধরোনের আন্দোলনের মুখে নামবে ছাত্রছাত্রীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.