অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবী ও হকারদের বিনামূল্যে ভ্যাকসিনের দাবীতে অবস্থান বিক্ষোভে CITU (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবী ও হকারদের বিনামূল্যে ভ্যাকসিনের দাবীতে অবস্থান বিক্ষোভে নামল CITU। এ দিন নবদ্বীপধাম রেল স্টেশনে পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়নের পক্ষথেকে একাধিক  বিভিন্ন দাবীতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে।
এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা CITU নেতা ও রেল হকার্স ইউনিয়নের নবদ্বীপ শাখার সভাপতি সৌমেন অধিকারি সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ।
আজকের বিক্ষোভ সভায় বক্তারা দাবী করেন কোভিড-19 এর কারনে দীর্ঘ দিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকায় রেল হকার সহ খেটে খাওয়া মেহনতি মানুষসহ সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে।
 বিধি নিষেধ মেনে মেট্ররেল, বাস, অটো চলতে পারলেও রেল পরিষেবা কেনো বন্ধ থাকবে।
তারা এও বলেন গণ পরিবহন চালু হয়েছে, সরকারি নির্দেশ মতো যেখানে ৫০% যাত্রী নিয়ে চালাবার কথা, সেখানে ১০০% আবার কখনো তার থেকেও বেশী সংখ্যক যাত্রী নিয়ে চলছে। এর থেকে রেল চালু করা ভাল।
তাদের দাবী অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে ও দীর্ঘ দিনের দাবী রেল হকারদের পরিচিতি পত্র প্রদান করতে হবে,সমস্ত রেল হকারদের বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.