নদীয়ার কৃষ্ণনগরে এসিড হামলার ঘটনায় গ্রেফতার দুই (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: কৃষ্ণনগরে এসিড হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত অচিন্ত্য শিকারি এবং অ্যাসিড বিক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নদীয়ার হাঁসখালি থানার বগুলা থেকে গ্রেফতার করে মূল অভিযুক্তকে।
সূত্রের খবর গত বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় এক স্কুলছাত্রীকে লক্ষ্য করে এসিড হামলা করে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি ঘরামি এলাকার যুবক অচিন্ত্য শিকারি। এর পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী।
এরপরই তদন্তে নেমে পুলিশ গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে নদীয়ার বগুলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী যিনি বিক্রি করেছিলেন অচিন্ত্য শিকারির কাছেও বেশ কিছু মালপত্র। তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্তদের আজ শুক্রবার (১৬ জুলাই) নদিয়ার কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.