নতুন ৮ জনসহ পঞ্চগড়ে ১০৯ জনের করোনা শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নতুন করে আরও ৮ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।

পঞ্চগড় সদর উপজেলায় ১ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৭ জন। আক্রান্তদের ৬ জনই ঢাকা ও গাজীপুর ফেরত।

গতকাল শনিবার রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ৩ জুন সবাই ঢাকা ও গাজীপুর হতে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এরা সবাই ঢাকা ও গাজীপুরে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতো।

৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৩ জুন তাদের করোনা পজিটিভ আসে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১০৯ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৩ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৪৪ জন করোনা রোগী রয়েছে। ইতিমধ্যে জেলার মোট ৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ পর্যন্ত ১ হাজার ৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১ হাজার ৫৫৫ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১০৯ জনের করোনা পজিটিভ এসেছে। সুস্থ্য হয়েছেন ৩৮ জন, মৃত্যু বরণ করেছে ২ জন, ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.