নড়েচড়ে বসেছে দিঘলিয়া থানা পুলিশসহ নানা আইন-শৃঙ্খলা সংস্থার সদস্যগণ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়ার পথের বাজারে চুরি, সেনহাটি জনপদে মাইনুল নামে এক যুবককে হত্যা, দুইদিনের ব্যবধানে একই জনপদে পারভেজ নামক যুবককে ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত ও ইট দিয়ে মাথা থেতলে দেওয়া গোটা এ জনপদের গোটা শান্তিপ্রিয় মানুষকে ভাবিয়ে তুলছে। বিগত বছরের কয়েকটি হত্যাসহ চলতি বছরের কয়েকটি ঘটনা মানুষকে শুধু অবাকই করেনি হতবাক করেছে ঢের।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের এ সকল ঘটনা প্রবাহকে একেবারে নিছক দুর্ঘটনা বলে হেলায় ভাসিয়ে দেওয়ার অবকাশ নেই বলে জানিয়েছেন এ জনপদের বিজ্ঞমহল।
তাই এ জনপদের মানুষের মনের আকুতিকে সামনে নিয়ে সকল সীমাবদ্ধতার শৃঙ্খল ভেঙে খুলনা জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সময়োপযোগী নির্দেশনা নিয়ে মাঠ পর্যায়ে নড়েচড়ে বসেছেন এমনি আলোচনা-পর্যালোচনা চলছে এ জনপদের সর্বত্র।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) রাত থেকে দিঘলিয়ার সর্বত্র পুলিশের অঘোষিত অভিযান শুরু হয়েছে।
এ অভিযানের প্রথম দিনে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নির্দেশনায় উক্ত থানার অফিসারবৃন্দ ও ফোর্সের সহায়তায় ১ জন আসামীকে গাঁজাসহ গ্রেফতার এবং ৭জন আসামীদের পুলিশ আইনের ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করিয়া সর্বমোট ৮ জন আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দিঘলিয়া থানা সূত্রে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.