দ্রুতই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে – ভারতীয় হাইকমিশনার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতি যেহেতু কমেছে, সেহেতু পাসপোর্টধারী যাত্রীদের জন্য অতি দ্রুতই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে। এছাড়া সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরতের যাবার ক্ষেত্রে দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাস্বামী এসব কথা বলেন।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যরা।
পরে বীরশ্রষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। শেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।
এসময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদসহ সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.