দেশে বৈষম্য চরম আকার ধারণ করেছে, জলবায়ু ঝুঁকিতে উপকূলের মানুষ : প্রিন্স


বাগেরহাট প্রতিনিধি: দেশে বৈষম্য চরম আকার ধারন করেছে। আঞ্চলিক বৈষম্য বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সংকট বাড়ছে। জলবায়ু উদ্বাস্তু ঝুঁকিতে উপকূলের মানুষ। সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলে অপরিকল্পিত শিল্প-কারখানা স্থাপনের নামে উন্নয়ন সহিংসতা চলছে।
আজ রবিবার (৩০ জানুয়ারি) সকালে বাগেরহাট এ. সি. লাহা মিলনায়তন চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র বাগেরহাট জেলা কমিটির ১০ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেছেন।
আজ রবিবার সকালে বাগেরহাট জেলা সিপিবি’র সভাপতি এ্যাড. তুষার কান্তি বসুর সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, কমরেড এস এ রশিদ, কন্ট্রোল কমিশনের সদস্য কম. কাজী সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা শরীফুজ্জামান শরীফ, জেলা সিপিবি’র নেতা কম. মো. নূর আলম শেখ, সেকেন্দার হোসেন, বেলাল হোসেন বিদ্যা প্রমূখ।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সিপিবি’র বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল।
উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরো বলেন দেশে সর্বত্র ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। দুঃশাসনের হোতারা ক্ষমতা পাকাপোক্ত করতে এই অবস্থা তৈরি করেছে। দেশে চলছে জমিদারতন্ত্র। এই অবস্থা থেকে পরিত্রান পেতে দুঃশাসন হটানো ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে হবে বলে বক্তারা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.