শনাক্তের হার ৫৪% ২৪ ঘন্টায় বাগেরহাটে ৭০ জন আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে করোনা সংক্রামন লাগামহীন অশ্বের গতীতে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ উঠেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত্য জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩৬, ফকিরহাটে ০৯, মোংলা ১২, শরণকোলায় ০৬, চিতলমারীতে ০৪ ও মোরেলগঞ্জ উপজেলায় ০৩ জন।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৫৪ শতাংশের উপরে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৬২ জন ও মৃত্যু হয়েছে ১৪৪ জনের। মোট সুস্থ্য রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৯৩৮ জনে। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনসহ অন্য হাসপাতলে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে দ্রূত টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.