দেশের সব ক্লাবের চেয়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব অনন্য : স্পিকার

ঢাকা প্রতিনিধি: পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সংস্কারকাজ শেষে উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশের সব ক্লাবের চেয়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব অনন্য। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে ক্লাবটি প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ শনিবার (৩১ জুলাই) পার্লামেন্ট মেম্বার্স ক্লাব উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে শেষে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে। এ সময় তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.