দুই দিন’র ব্যবধানে ইরান সফরে ভারত’র দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী

(দুই দিন’র ব্যবধানে ইরান সফরে ভারত’র দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার ইরান সফর করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক উন্নয়ন করতে সফরে আলোচনা হয়।

দুই দিন পর আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ইরান সফর করছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। তিনি তেহরানে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে দুই দেশের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ আজকের বৈঠক প্রসঙ্গে বলেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই সব ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছেন। দুই পক্ষই এ বিষয়ে আন্তরিক বলে তারা জানিয়েছেন।

জয়শঙ্কর আজই ইরান সফর শেষে মস্কোর উদ্দেশে তেহরান ত্যাগ করবেন। রাশিয়ায় তিনি সাংহাই সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন।

গত শনিবার প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.