কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধ বাঁধতে পারে : পাকিস্তানী আইনপ্রণেতা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরিদের ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে, আর তা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের একজন আইনপ্রণেতা।

কাশ্মীর দ্বন্দ্বের কারণে পরমাণু যুদ্ধ বাঁধতে পারে বলেও সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তান পার্লামেন্টের কাশ্মীর কমিটির চেয়ারম্যান শাহরিয়ার খান আফ্রিদি। রাজধানী ইসলামাবাদে একটি সেমিনারে শাহরিয়ার খান দাবী করেন যে, পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য পেছনের দরজা ব্যবহার করছে নয়াদিল্লি।

তবে আলোচনায় কাশ্মীর ইস্যু না থাকলে তার দেশ ভারতের সঙ্গে আলোচনায় বসবে না বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানি এই রাজনীতিবিদ বলেন, গ্লোবাল ডিজিটাল স্পেসে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেখানে চলমান ‘গণহত্যা’র বিষয়ে ভারত যাতে বিশ্বকে বিভ্রান্ত না করতে পারে সেই প্রচেষ্টা চালাবে পাকিস্তান।

তিনি আরও বলেন, আমরা কাশ্মীর ইস্যুটি তুলে ধরতে বৈশ্বিক সব প্লাটফর্মে পৌঁছানোর চেষ্টা করছি।

এদিকে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর বা আজাদ কাশ্মীর নামে পরিচিত, সেখানকার প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান অভিযোগ করে বলেন, জম্মু ও কাশ্মীরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড স্বাভাবিক ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যুবকদের গ্রেপ্তার করে তাদের মিথ্যা পুলিশ ‘এনকাউন্টারে’ গুলি করে হত্যা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.