দীর্ঘ ১৭ বছর পরে পুলিশ বেষ্টনীতে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর অবশেষে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন আকন সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জাকির।

প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ও বিভাগীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজুল আলম মিঠু, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ এজাজ আহম্মেদ, বরিশাল জেলা সাধারণ সম্পাদক কামরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ী, যুগ্ম সম্পাদক তৌফিজুল ইসলাম ইমরান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ্যাডঃ কবির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদুল কবির বিপ্লব মোল্লা, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার প্রমূখ। সাহাবুদ্দিন আকন সাবু জানান, ২ দিন পর্যন্ত পুলিশের ব্যাপক বাধার মুখে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ৮জন, সম্পাদক পদে ৯ জন, পৌর সভাপতি পদে ৫জন, সম্পাদক পদে ৪ জনের বায়োডাটাসহ সাক্ষাৎকার নেয়া হয়েছে। কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.