দিল্লিকে হারিয়ে প্লে-অফে চেন্নাই

বিটিসি স্পোর্টস ডেস্ক: গুজরাট টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ নিশ্চিত করলো চেন্নাই সুপার কিংস। শনিবার (২০ মে) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়েছে চেন্নাই।
এই জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো চেন্নাই। শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ারে খেলার সুযোগ আছে চেন্নাইয়ের। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস হারলেই দ্বিতীয় স্থানে থেকে গুজরাটের সঙ্গে কোয়ালিফায়ারে খেলবে চেন্নাই। অন্যদিকে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে আসর শেষ করলো দিল্লি।
দিল্লির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে দুই ওপেনারের ঝড়ো অর্ধশতকে ২০ ওভারে ৩ উইকেটে ২২৩ রানের পাহাড় গড়ে চেন্নাই। এবারের আসরে পঞ্চমবারের মত দু’শর বেশি রান করলো চেন্নাই। ৫০ বলে ৭৯ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ৫২ বল সর্বোচ্চ ৮৭ রান করেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। এছাড়াও শিবম দুবে ৯ বলে ২২ ও রবীন্দ্র জাদেজা ৭ বলে অপরাজিত ২০ রান করেন।
২২৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। সতীর্থরা যাওয়া-আসার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে লড়াই করেছেন দিল্লির অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১৯তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৮ বলে ৮৬ রান করেন ওয়ার্নার। ওয়ার্নারের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করতে পারে দিল্লি। চেন্নাইয়ের দীপক চাহার ২২ রানে ৩টি উইকেট নেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.