ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা আবোলতাবল বকছেন : আমির খসরু

ঝিনাইদহ প্রতিনিধি: ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা আবোলতাবল বকছেন বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার (২০ মে) ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকার ফ্যাসিস্ট, দখলবাজ ও অনির্বাচিত সরকার। এই সরকার অবৈধ ও ভোট চোর। তারা আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আগামী নির্বাচন বিশ্বনেতারা ও দেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। খুব সাবধান হয়ে যান, জনগণের কাছে মাফ চেয়ে নিন, নইলে পালানোর পথ পাবেন না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার মন্ত্রীরা ক্ষমতা হারানো ভয়ে আবোলতাবল বকছেন। শুধু তাই নয় র‌্যাব, পুলিশ ও সরকারের যত বাহিনী আছে তারাও নিজেরা বাঁচার জন্য শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এসব করে লাভ হবে না। যতই গণগ্রেপ্তার ও নির্যাতন করবেন ততই বিএনপির সমাবেশগুলো সফল হবে। মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে।’
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ভোট চোর এই অনির্বাচিত সরকার পতন ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। মাছ, গোশত, তেল, মরিচ, তরি-তরকারি ও চিনি মানুষের সাধ্যের বাইরে। দরিদ্র মানুষ তরকারি ছাড়াই ভাত খাচ্ছে। অথচ আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের নেতারাও হৃষ্টপুষ্ট। তাদের অভাব নেই। এই টাকা তারা কোথায় পায়?’
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, এআসাদুজ্জামান, সাইফুল ইসলাম ফিরোজ, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.