দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সামাজিক যোগাযোগের মাধ্যমে আচরণগত পরিবর্তন এর উপকরণ উন্নয়ন বিষয়ক কর্মশালা


দিনাজপুর প্রতিনিধি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে শিশু-শ্রম মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সহায়তাকারী এবং সরকারী-বেসরকারী এক্সপার্টবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আচরণগত পরিবর্তন এর উপকরণ উন্নয়ন বিষয়ক কর্মশালা।
১১ মার্চ ২০২৪ সোমবার সকাল ১১টায় দিনাজপুর মাতাসাগর পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিষয়বস্তুর উপর বিশদভাবে আলোচনা করেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও কর্মশালায় বিষয়বস্তুর উপর আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন – দিনাজপুর এর শিশু শ্রম নিরসন প্রকল্পের প্রকল্প অফিসার রিচার্ড তাপস দাস।
কর্মশালায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ২নং ওয়ার্ড শিশু-শ্রম মনিটরিং কমিটির সহ সাধারণ সম্পাদক ও রিপোর্টার মোঃ মিজানুর রহমান (ডোফুরা) ও দিনাজপুর সুইহারী গাওসিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল হোসাইন এবং সহযোগিতায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ – দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর ফ্যাসিলেটরবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (ডোফুরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.