দিঘলিয়ায় জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতিমূলক সভা

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কামরুজ্জামান বাচ্চু এ সভায় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, দিঘলিয়া থানার এসআই রফিকুল ইসলাম, উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ হুমাউন কবীরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আগামী ২৫ মার্চ যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.