দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বুধবার (২২ মার্চ) দিঘলিয়ার পানিগাতী বাঁশেরহাট নামক স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার শীলা।
এ জনপদের কৃষকদের মিলন মেলা হয়েছিল এ অনুষ্ঠানটি। এলাকার কৃষক ও জনগণের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ।
এ সময় প্রধান অতিথি কৃষিকাজে নানা অবদানের স্বীকৃতি স্বরূপ তিনজন কৃষককে ক্রেস্ট প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.