দায়িত্বশীলতা ও সময়ের প্রতি সচেতনতার উদাহরণ তরুণ মন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম দিন আজ মঙ্গলবার সকালে বাইকে করে নিজ মন্ত্রণালয়ে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। দায়িত্বশীল ও সময়ের প্রতি সচেতনতা উদাহরন তরুণ এ মন্ত্রী।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ৩টি ছবি পোস্ট করে ক্যাপশনে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, বাইকে চড়ে প্রথম দিন অফিসে।

ব্যক্তিগত ইমেজ ও কাজের জন্য দেশের সাধারণ মানুষের কাছে পরিচিত জুনাইদ আহমেদ পলক। একজন প্রতিমন্ত্রী হয়েও মোটরসাইকেলে চড়ে রাস্তায় নামায় অবাক হয়েছেন লোকজন। এর আগে গত বছরের অক্টোবরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যাওয়ার সময় শহীদ তাজউদ্দীন আহমেদ সরণীতে যানজটের কবলে পড়েন জুনাইদ আহমেদ পলক।

ওই সময় তিনি গাড়ি থেকে নেমে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের মোটরসাইকেলে করে ওই টিভি চ্যানেলের অফিসে পৌঁছান।
নবগঠিত মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি নাটোর-৩ সিংড়া আসন থেকে বিপুল ভোটে তিনবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.