দামুড়হুদায় জুতার ভেতর পাওয়া গেল ১০ স্বর্ণের বার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম ইমন আলী (২৭)। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বিজিবির বারাদি বিওপির টহল দল। এসময় সন্দেহভাজন এক চোরাকারবারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তার জুতার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বিটিসি নিউজকে জানান, উদ্ধার হওয়া ১০ স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য অন্তত ৭০ লাখ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.