সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিছিলটি শুরু হয়।
মিছিলটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদর হাসপাতাল রোড দিয়ে হোসেনপুর আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউ হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে জনবিরোধী অবৈধ এ সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
সমাবেশে অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ন সম্পাদক ভিপি শামীম, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ অন্যান্য নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.