দামুড়হুদায় করোনা ভাইরাস রোগী শনাক্ত : হাসপাতালে ভর্তি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীকে চিকিৎসাধীন রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ৬৫ বছরের এক নারী গত ১৫ ফেব্রুয়ারী ওমরাহ হজ্জ শেষে সৌদি থেকে দেশে ফেরে। এরপর থেকে জ্বর সর্দি কাশিসহ বিভিন্ন উপস্বর্গ দেখা দেয়। পরে  তাকে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তার উপস্বর্গ দেখে সন্দেহ করছে, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত।
তাকে বর্তমানে উপজেলার আইসুলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।  চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হচ্ছে, তাই ওই নারীর শরীরের বিভিন্ন নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।
এখন ঢাকাতে পরীক্ষা হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা ভাইরাস আক্রান্ত কিনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.