দামুড়হুদার হরিয়ামপুরে গভীর রাতে পাটখড়ি (সলি) গাদায় আগুন : থানায় অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধি: দামুড়হুদার হরিয়ামপুরে গভীর রাতে পাটখড়ি (সলি) গাদায় দৃর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে  বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার গভীর রাতে।
এতে দামুড়হুদা মডেল থানায় অঁজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়  দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিয়ামপুর গ্রামের মৃত শামসুদ্দিন আলীর ছেলে পাটখড়ি ( সলি) ব্যবসায়ী শরিফ উদ্দিন বগা বিভিন্ন জায়গায় থেকে পানের বরজে জন্য ব্যবহৃত বাছাইকৃত পাটখড়ি ( সলি)ক্রয় করে বাড়ির সম্মুখে গাদা দিয়ে রেখে দেয় বিক্রির জন্য।
রাতের আঁধারে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা আগুন ধরিয়ে ভস্মিভুত করেছে বলে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ  করেছে। ব্যবসায়ী শরিফ উদ্দিন বগা জানান আমি অনেক দিন ধরে পাটখড়ির (সলি) ব্যবসাকরি।
আমার পাটখড়ি গাদায় ৩১৫০ আটি বাচাইকৃত পাটখড়ি (সলি) ছিল। কে বা কারা আমার এত বড় ক্ষতি করলো আমি জানিনা। এতে আমার প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনাটি সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে বলেন, শরিফ উদ্দিন বগা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
আমরা তদ্ন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.