দামুড়হুদার কোমরপুরে অগ্নিকান্ড : অল্পের জন্য রক্ষা পেল ৪ বছরের শিশু 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে এক অগ্নিকান্ড ঘটেছে ৷ জানা গেছে আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ২ টায় উপজেলার কোমরপুর গ্রামের ব্রিজ সংলগ্ন ইব্রাহীম হোসেনের দো-তালা বাসার ভাড়াটিয়া মেহেদী হাসানের রান্নাঘরে এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে ৷
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, দো-তালা ভাড়াটিয়ার রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং নিমিষেই রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন ৷
স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হলে ঘটনাস্থলে ছুটে আসা কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এস আই মেজবাহুর রহমান  (অগ্নিনির্বারক) ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয় ৷
পুড়ে ছারখার হয়ে যায় রান্নাঘরের টিনসহ সমস্ত জিনিসপত্র ৷ আর অল্পের জন্য রক্ষা পান মেহেদী হাসানের ৪ বছর বয়সের শিশু রাবীব হাসান ৷ শিশুটির বাবা-মা সহ গ্রামবাসী বাচ্চা শিশুটিকে রক্ষার জন্য কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.