দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের টানা বর্ষণে প্রধান প্রধান সড়কের জলাবদ্ধতা :  ভ্রোগান্তি 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধি:  টানা৩/৪ দিনে বর্ষণে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল শুক্রবার রাত ৮ টা পর্যন্ত বর্ষণ অব্যাহত ছিল।

কার্পাসডাঙ্গা বাজারে  বড় অংশজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু পর্যন্ত  পানিতে তলিয়ে গেছে বিভিন্ন স্থান। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

জলাবদ্ধতার কারনে বাজারে জনশুন্যতা নেয় বললেই চলে । এসব গুরুত্বপূর্ণ স্থানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানিনিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।

এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ঢালাই উঠে মাটি বেরিয়ে এসেছে। বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিষয়টি চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি মো: আলী আজগার টগর এমপি মহোদয়ে সুদৃষ্টি কামনা করেছে সচেতন পথচারীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.