মহেশপুর উপজেলার বাগান মাঠ, কৈখালী সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগান মাঠ, কৈখালী সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজের সময়ে সাঁকোর খাল হইতে বাগান মাঠ উত্তরপাড়া ডাক্তার মোঃ আব্দুর রহিম মুন্সির বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কার হলেও মূল সড়কটির অর্ধেক সংস্কারের কাজ বাকি থেকে যায় ।

পরবর্তী বাজেট আসলে বাকি রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এ ধরনের আশার বাণী শুনতে শুনতে দীর্ঘ কয়েক মাস, কয়েক বছর পার হলেও প্রায় ২ কিঃমিঃ সড়কটি উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাগান মাঠ টু মহেশপুর, বাগান মাঠ টু জীবননগর সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চরম ভোগান্তির মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে ।

অত্র গ্রামটি ধান চাষ, মাছ চাষ, পোল্ট্রি চাষ, সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন হয়। বিশেষ করে বৃহত্তর বড় বিল মৎস্য প্রজেক্ট ছোট-বড় মিলিয়ে দুই হাজার একর জমিতে মাছ চাষ হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দেশের বিভিন্ন বড় বড় মাছ ব্যবসায়ীরা আসতে চায়না। মাছ চাষিরা সিংহভাগ আমিষের চাহিদা পূরণ করে থাকে, এছাড়াও কৃষকরা কৃষি পণ্য বাজারে নিয়ে যাওয়ার সময় পণ্যবাহী গাড়ি গুলো নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

এ সড়ক দিয়ে যাতায়াতের সময় যাত্রী ও পণ্যবাহী গাড়ির অধিকাংশই বিকল ও ত্রুটি দেখা দেয়। নানা দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করছে জনসাধারণ। রাস্তায় ৮০ শতাংশই ইট উঠে গিয়ে উঁচু নিচু পাহাড় এর মত ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও রাস্তার দুই পাশ থেকে সবুজ ঘাসে মুল রাস্তা ঢেকে ফেলেছে। মাঝে মধ্যে রাস্তার মাঝখানে দূর্বাঘাস সহ বিভিন্ন ঘাস উঠতে শুরু করেছে।

বাগান মাঠের মাছ চাষি ও ইউপি সদস্য হাবিবুর রহমান বিটিসি নিউজকে জানান, সারা বাংলাদেশের সিংহভাগ আমিষের চাহিদা পূরণ করে থাকে বাগান মাট মাছ চাষিরা। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় মাছ চাষিরা দ্বিগুণ ভাড়া দিয়ে বিভিন্ন মোকামে মাছ বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে সড়কের বেহাল দশার কারণে বর্ষার পানি বেঁধে একাকার হয়ে যায়। এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

এলাকার সর্বসাধারণের প্রাণের দাবি, এ সড়কটি সংস্কারে মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ উর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.