থাইল্যান্ডে ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কুয়া থেকে শিশু উদ্ধার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে গভীর কুয়া থেকে উদ্ধার হলো এক বছর বয়সী এক শিশু। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এপির।
মঙ্গলবার রাতভর অভিযানের পর শিশুটি উদ্ধার হলে দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, দীর্ঘক্ষণ না খাওয়ায় শিশুটি দুর্বল। তবে গুরুতর কোনো আঘাত পায়নি শিশুটি।
জানা যায়, ওই শিশুটি মিয়ানমার থেকে আসা একটি পরিবারের সদস্য। বাবা-মা সেখানকার খামারেই কাজ করেন। তাদের অসাবধানতার কারণেই প্রায় ৫০ ফুট গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি। উদ্ধারের জন্য পাশে একটি গর্ত খনন করেন ফায়ার ব্রিগেড সদস্যরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.