তেল ভর্তি ট্রেনের লড়ি উঠে গেল চামড়ার আড়তে

নাটোর প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নাটোর শহরের রেল গেট ও চামড়াপট্টি এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন স্থাপনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকালে খুলনা থেকে অসা তেল ভর্তি রেলের লড়ি নাটোর রেল স্টেশন সংলগ্ন তেল ডিপো গুলোতে তেল খালাস করার জন্য সান্টিং করছিল।

এসময় ৭০ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন তেল ভর্তি একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রেলগেট সংলগ্ন পুরোনো প্লাটফর্মে।সেখানে থাকা চামড়ার কয়েকটি আড়ত ঘর ভেঙ্গে লড়িটি ভেতরে ঢুকে পড়ে। ঘরগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেলেও লড়িটি অক্ষত থাকায় ঘটেনি অগ্নিকান্ড সহ বড় ধরনের কোন দুর্ঘটনা।

নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সান্টিংয়ের সময় ট্রেনটি পেছনে নেয়া হচ্ছিল। কিন্ত লড়ির গতি বেশি থাকায় সিগন্যাল দেয়ার পরও চালক নিয়ন্ত্রণ করতে পারেনি ফলে লড়িটি ওপরে উঠে যায়।তিনি জানান সেখানে থাকা আড়ত গুলো অবৈধ ভাবে স্থাপন করা হয়েছে। যাদের অনেকের কাগজ পত্র নাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.