তিস্তার ভাঙনরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তার ভাঙনরোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তবে করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
মন্ত্রী আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তাতীরবর্তি কুঠিরপাড় এলাকায় নদীতীরে জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সূধী সমাবেশে অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন, র্ র(পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার ভাঙন ঠেকাতে মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড়, গোবর্দ্ধন ও চন্ডিমারীর ৩৮০ মিটার এলাকায় ১৬ হাজার জিওব্যাগ স্থাপন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.