তিন ইউপিতে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিল

উজিরপুর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুরের তিন ইউপিতে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেছে।
আজ মঙ্গলবার বেলা ১২ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের কাছে হারতা, গুঠিয়া ও বামরাইল ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেক রাড়ী, এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, মোঃ সরোয়ার হোসেন সহ তিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিন ইউনিয়নে সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত আসনে ১০৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। হারতা ইউনিয়নে ১৮ হাজার ২৮৩ জন, বামরাইল ইউনিয়নে ২৪ হাজার ৭২৫, গুঠিয়া ইউনিয়নে ২১ হাজার ৩৮৫ জন ভোটার রয়েছে।
হারতা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ওই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল মলি¬ক, ওয়ার্কাস পার্টির প্রার্থী বিমল করাতি, প্রিন্স শ্যামল, স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন আহমেদ। বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামীলীগের মোঃ ইউসুফ হাওলাদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আসলাম খান।
গুঠিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামীলীগের বিদ্রোহী আওরঙ্গজেব হাওলাদার, আজিজুল হক সজিব সরদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা সাখাওয়াত হোসেন, সৈয়দ মোঃ নাসির উদ্দীন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মনোনয়ন ফরম জমার শেষ দিনে আওয়ামীলীগের ৩ জন, ওয়াকার্সপার্টির ১ জন, ইশা আন্দোলনের ২ জন, স্বতন্ত্র ৫ জন সহ মোট চেয়ারম্যান পদে ১১জন, ইউপি সাধারণ সদস্য ১০৮ জন, সংরক্ষিত সদস্য ২৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছে। প্রার্থী যাচাই বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর এবং ভোট গ্রহন হবে ২৮ নভেম্বর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.