তালেবানের সঙ্গে পাকিস্তানের বৈঠক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তালেবানের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়। 
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানায়, দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।  আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ।
ধারাবাহিক টুইট বার্তায় সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।
খবরে বলা হয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.