পাঞ্জশিরে তালেবানের সঙ্গে যোগ দিয়েছে আল-কায়েদা : প্রতিরোধ ফ্রন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও এখনো দেশটির অন্যতম প্রদেশ পাঞ্জশির দখল নিতে পারেনি তালেবান। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকেই স্থানীয় আফগান যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে তারা। এবার সেই লড়াইয়ে তালেবানের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সদস্যরা যোগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আল-আরাবিয়াহ টিভির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা টিএএসএস।
আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ ফ্রন্টের এক প্রতিনিধি জানান, পাঞ্জশির হামলায় তালেবানের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সদস্যরা যোগ দিচ্ছে।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে শান্তি আলোচনা ব্যাহত হওয়ার পর পাঞ্জশির দখল নিতে সামরিক অভিযান চালিয়েছে তালেবান।
একই সময়ে গত মঙ্গলবার প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশতি টিএএসএ ‘কে বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ বন্দোবস্তের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে পাল্টা আক্রমণ চালানোর জন্যও প্রস্তুত রয়েছে। চলমান লড়াইয়ে মাত্র দুই দিনে প্রায় ৩৫০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এবং আটক করা হয়েছে আরও অন্তত ৩৫ জনকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.