তরুণীকে দীর্ঘ ৪ মাস আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়

সাভার প্রতিনিধি: ঢাকার সাভার থেকে নারী পাচার চক্রের আরও এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় পাচারের জন্য নিয়ে আসা এক তরুণীকে উদ্ধার করা হয়। দীর্ঘ ৪ মাস একটি রুমে আটকে রেখে এই তরুণীকে দিয়ে পতিতাবৃত্তি করানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১১ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
জানানো হয় গতকাল বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা জেলার সাভার থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃত নারীর নাম মোছা. রেহানা বেগম (২২)।
এ বিষয়ে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, কিছু মানবপাচারকারী অল্পবয়সী কিশোরীদের উচ্চ বেতনে চাকুরির নিশ্চয়তা দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত তরুণীকে বিদেশে চাকুরি দেওয়ার কথা বলে আসামির বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ওই তরুণীকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে একটি রুমে আটকে রেখে গত ৪ মাস যাবত পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.