ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত-১৫

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই গোষ্ঠীর সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ জুন) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন: মোশারফ হোসেন (৪০), আবুল খায়ের মিয়া (৩৫), সিরাজ মিয়া (৬০), রহিজ মিয়া (৬৫), বাহার মিয়া (৫৫), জাবের হোসেন (৩৫) ও জামের মিয়া (৫০)। আহত আবুল খায়ের মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোপীনাথপুর গ্রামের বাবে জান্নাত মসজিদে জুম্মার নামাজ শুরুর আগে খতিব মাদক ও সন্ত্রাসবিরোধী বয়ান করেন। এ নিয়ে নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ভূঁইয়া গোষ্ঠীর চুনু মিয়ার ছেলে শিপন মিয়া ও হাজী গোষ্ঠীর রশিদ মিয়ার ছেলে খায়ের মিয়া বাকবিতণ্ডায় জড়ায়। এর জেরে ভূঁইয়া গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় হাজী গোষ্ঠীর লোকজনের উপর। এতে উভয় গোষ্ঠীর অন্তত ১৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.