ডঃ মিজানুরের মৃত্যু কোন দুর্ঘটনা নয় এটা একটা হত্যাকান্ড, মানববন্ধনে বিশিষ্ট নাগরিকবৃন্দ 

খুলনা ব্যুরো: ডঃ মিজানুর রহমানের মৃত্যু কোন দুর্ঘটনা নয় এটা একটা হত্যাকান্ড, ত্রুটিপুর্ন মরন ফাঁদ বিশিষ্ট রেলষ্টেশনই মিজানুর রহমানের মৃত্যু আধুনিক রেল স্টেশনের নামে কত বড় প্রহসন করা হয়েছে খুলনাবাসীকে চোখে আংগুল দিয়ে দেখিয়েছে।
এটা একটা মরনফাদে পরিনত হয়েছে।আধুনিক রেলষ্টেশনের তৈরীর নামে চৌর্যবৃত্তির মাধ্যমে ত্রুটিপুর্ন মরন ফাঁদ বিশিষ্ট আধুনিক রেলষ্টেশন তৈরী করা হয়েছে। খুলনাবাসী আধুনিক রেল স্টেশন চেয়েছিল আধুনিক মরন ফাঁদ চাইনি।
খুলনা রেল স্টেশন চত্বরে সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যােগে আয়োজিত মানব বন্ধনে বিশিষ্ট নাগরিকবৃন্দ একথা বলেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে খুলনা রেল স্টেশন চত্বরে সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যােগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ট্রেন উঠতে গিয়ে ত্রুটিপূর্ণ প্লাটফর্মের কারণে পড়ে গিয়ে হাত-পা কেটে আহত হয়ে মৃত্যুবরণ করায় এর প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত-ই-খুদার। পরিচালনা করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।
বক্তারা আরো বলেন,খুলনাবাসীর দীর্ঘ লড়াই-সংগ্রামের ফল আধুনিক রেল স্টেশনর নামে খুলনাবাসীর সাথে উপহাস করা হয়েছে। অসংখ্য ত্রুটিযুক্ত স্টেশনের প্লাটফর্ম এবং বগির ব্যবধান মারাত্মক ত্রুটিপূর্ণ। ব্যবহৃত বগিগুলা পুরণা। যার কারণে নতুন এ প্লাটফর্ম বলা চলে কােনাে উপকারই আসেনি বরং খুলনাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নতুন স্টেশন বিশেষ করে বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ, প্রতিবন্ধীদের ব্যবহারে অনেকটা অনুপযােগী। যার বিষয়ে ইতােপূর্বে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ আদৌ কানে তােলেনি। যার কারণে ত্রুটিযুক্ত স্টেশনের প্রথম বলি হলেন খুবি’র প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়া। বক্তারা আরাে বলেন, রেল কর্তৃপক্ষ প্লাটফর্ম উঁচু করাসহ যাত্রীদের সকল সুযােগ-সুবিধা নিশ্চিত করতে হবে তা না হলে খুলনাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তােলা হবে। এছাড়া খুলনা-দর্শনা ডাবল লাইন নির্মাণ ও খুলনা-ঢাকা সরাসরি রেল সার্ভিস চালুর দাবী জানান।
মানববন্ধনে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনােয়রুল কাদির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মােশাররফ হােসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযাদ্ধা এড. আ ফ ম মহসীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুখ-উল-ইসলাম, নারী নেত্রী এড. তসলিমা খাতুন ছন্দা, অধ্যক্ষ রেহেনা আক্তার, রােজী রহমান, সিলভী হারুন, রসু আক্তার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুনির উদ্দিন আহমেদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফ এম ইকবাল, বাসদের জেলা আহবায়ক জনার্দন দত্ত নাণ্টু, ক্রাইম রিপাের্টার্স এসােসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান মোঃ তােবারক হােসেন তপু. সাবেক সিবিএ নেতা এম এ কাশেম, সিপিবি নেতা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, ওয়ার্কার্স পার্টির মোঃ খলিলুর রহমান, পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেবিট, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হােসেন রাজু, দেশ বাংলা একাডেমীর পরিচালক এড. মেহেদী ইনছার, যুব ইউনিয়নের খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি নেতা এস এম চন্দন, এড. মামুনুর রশীদ, চ ম মুজিবুর রহমান, কে এম আসাদুজ্জামান মুনা, ডাঃ মােসাদ্দেক হােসেন বাবলু, আর্ট একাডেমির পরিচালক মিলন বিশ্বাস, বাহালুল আলম, খ ম শাহীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সনজিৎ মন্ডল, সাবির খান, কে এম মােস্তফা কামাল প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.