টি ডাব্লিউ পি এফ @ বিটিওয়াইএ’ র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:  অদ্য ১৪ / ০১/ ২০২১ ইং রোজ বৃহস্পতিবার বিকাল তিনটায় রাজশাহীর এক হলরুমে বাংলাদেশ ট্যালেন্ট ইয়াং এ্যাসোসিয়েশান / এ্যালায়েনস। বিটিওয়াইএ পলিটিকাল ট্যালেন্ট ইন্সটিটিউশন। আইজিও। দি ওয়ার্ল্ড পিপলস ফোরাম। TWPF@BTYA. এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন TWPF@BTYA. এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান / গ্লোবাল প্রেসিডেন্ট,মোঃ লুৎফুল হায়দার স্বপন সাবেক ভিপি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ হাসিবুল ইসলাম হাসিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বারের আইনজীবী ও এপিপি এ্যাডভোকেট মাহফুজুল রহমান টমাস।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক এ এফ এম মাহবুব জুলফিকার দুলাল। সংগঠক আজিমুদ্মদিন মনু, বিটিওয়াইএ রাজশাহী বিভাগের মহাসচিব রাজিব উল ইসলাম ডিনপল, সাবেক জিএস মোঃ রনি হোক, ছাত্র নেতা রফিকুল ইসলাম রবি, বিটিওয়াইএ কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব এ এ এম মইনুল হাসান মিল্টন, রাজশাহী জেলা সাংগঠনিক সচিব মোঃ রবিউল হক সোহেল।
বিটিওয়াইএ’ র ছাত্র সংগঠক মাসুদুল হক মোমিন, এমদাদুল হক লিমন, মেরাজ, কোকো, সাদ্দাম, রানা সহ টি ডাব্লিউ পি এফ @ বিটিওয়াইএ নেতৃবৃন্দ। সভায় শান্তি ও মানবতার পক্ষে কাজ করে যাওয়ার জন্য সংগঠন কে আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক মোঃ লুৎফুল হায়দার স্বপন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান / গ্লোবাল প্রেসিডেন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.