টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: দেশে করোনার টিকা উৎপাদনে এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১৭ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক। ভারতের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত আরও কিছু দিন বন্ধ রাখতে হবে। দূরপাল্লার বাস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধের মেয়াদ আরও বাড়াতে হবে।
ভারতের সঙ্গে ৩ কোটি ডোজ টিকার চুক্তি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে এখন পর্যন্ত আমরা ৭০ হাজার পেয়েছি। অবশিষ্ট ডোজ টিকা অনিশ্চিত হয়ে পড়েছে, এটা বিপদজনক। ফলে দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।
তিনি বলেন, এখন আমরা আপতত টিকা অন্য দেশ থেকে কিনে আনার জন্য চেষ্টা করছি। উৎপাদন করতে আরও ৫/৬ মাস লাগতে পারে। কাজেই যত দ্রুত সম্ভব্য বিদেশ থেকে কিনে আনার জন্য চেষ্টা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.