টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কায় সতর্কতা জারী

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় থাকায় আরও কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঝড়ো হওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সক্রিয় মৌসুমী বায়ু এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।বর্ষার শুরুতেই ভারি বৃষ্টির পর চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে বসবাসকারীদের সরাতে ইতোমধ্যে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।

গত বছর চট্টগ্রামের ১৭ পাহাড়ের বিভিন্ন অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। চলতি বছর তার সঙ্গে নতুন যোগ হয়েছে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড সংলগ্ন পাহাড় কেটে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গতবছর জুলাইয়ে ২৮ জেলায় ৩০ লক্ষের  বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো ..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.